চট্টগ্রামে খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ অত্যান্ত কম। যারা নিয়মিত মাঠে থাকেন তাদের একাংশ অনুশীলণ করেন সিজেকেএস প্রশিক্ষণ মাঠে। চট্টগ্রামে প্রশিক্ষণ থেকে শুরু করে টুর্নামেন্ট, ‘নেই’-এর সংস্কৃতি মেয়েদের খেলাধুলাতেও। সেই অভা ঘুচাতে এবার মাঠে নামছেন সিজিকেএস নির্বাহী সদস্য সৈয়দ মো. তানসীর। তার একক পরিকল্পনার ফসল হিসাবে এনএইচটি ওমেন একাডেমি গঠনের পক্রিয়া চলছে বলে জানা গেছে। শুধু একাডেমি গঠন করেই থেমে না থেকে তানসীরের দৃষ্টি আরও দূরে। দেশের সর্বোচ্চ পর্যায়ে তিনি তার একাডেমির মেয়েদের অংশগ্রহণও নিশ্চিত করবেন বলে জানালেন। সে পথ ধরে আপাতত. নজর দিয়েছেন চট্টগ্রামে প্রথমবারের মতো মেয়েদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টে। দেশের বিভিন্ন জেলার মেয়েদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগ্রাবাদ বেপারি পাড়াস্থ এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সে। আমেনা খাতুন স্মৃতি নারী গোল্ডকাপ ফুটবল আসরটিতে খেলবে পটিয়া মহিলা একাডেমি, হালিমা একাডেমি, শাইনিং স্পোর্টস একাডেমি, ঢাকা সাইনার্স একাডেমি, খিলগাঁও কিশোর একাডেমি, মাদারবাড়ী শোভনীয়া কাব, বান্দরবান শাইনিং স্পোর্টস একাডেমি, কিশোরগঞ্জ শাইনিং শাইনার্স একাডেমি, বীর মুক্তিযোদ্ধা ডা. আবু তাহের একাডেমি ও নাসরিন স্পোর্টস একাডেমি। ১ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রতিটি স্কোয়াড হবে ৮ জনের, মাঠে নামবে ৬ জন।
মেয়েদের টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে সৈয়দ মো. তানসীর বলেন, চট্টগ্রামে খেলাধুলায় মেয়দের কোন আয়োজন সহজে চোখে পড়ে না। আমি চেয়েছি এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের যাত্রাকে স্মরনীয় করে রাখতে এ ধরণের বিশেষ টুর্নামেন্ট আয়োজনের। আশা করছি আমেনা খাতুন স্মৃতি নারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে চট্টগ্রামের খেলাধুলায় জাগরণ ঘটবে।
