বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনজুর আলম মনজু। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৯ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তাবিত আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করলেও তাতে রেখে দেওয়া হয়েছে মনজুর আলমকে। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি নিজেই। এছাড়া জেলা সমুহের ফুটবল লিগ তদারকির জন্য গঠিত জেলা ফুটবল লিগ কমিটিতেও সদস্য হিসেবে রাখা হয়েছে মনজুর আলমকে। এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সদস্য ইকবাল হোসেন। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সাবেক জাতীয় ফুটবলার নকিব, গাউসদের মত ফুটবলার রয়েছেন। ঢাকা মোহামেডানের মত দলের ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন মনজুর আলম।
