বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য,কৃষ্টি,সংস্কৃতি দেশ এবং দেশের বাইরে তুলে ধরার লক্ষ্য নিয়ে আলোকচিত্র বিষয়ক পত্রিকা ও সংগঠন পোর্ট্রেট এর উদ্যোগে ‘লুক বাংলাদেশ থ্রো দ্যা লেন্স’ শীর্ষক এক আলোকচিত্র ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পের প্রথম সেসন গত ২৪-২৫ ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। ক্যাম্পে অংশগ্রহণকারীরা রাঙ্গামাটি ও কাপ্তাই এর বিভিন্ন পর্যটন স্পর্ট,কৃষ্টি,তাদের সংস্কৃতি ক্যামেরাবন্দী করেন। ক্যাম্পে অংশগ্রহণকারী নারায়নগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির সদস্য মোহাম্মদ জাকির হোসাইন মুন্না বলেন, পোর্ট্রেট দীর্ঘ ৩৫ বছর আলোকচিত্র নিয়ে কাজ করে যাচ্ছে। যা এক কথায় অসাধারণ। সেমিনার বা ওয়ার্কসপে সীমাবদ্ধ না থেকে প্রকৃতির কাছাকাছি সকল আলোকচিত্রীদের নিয়ে যাওয়ার যে প্রয়াস সত্যই প্রশংসনীয়। নারায়নগঞ্জের অন্যতম আরেকজন আলোকচিত্রী জামিনুল হক নিপু বলেন,পোর্ট্রেটের সকল আয়োজনে আমরা ছিলাম,সব সময় থাকবো। প্রকৃতি ও জীব বৈচিত্র নিয়ে ফটোগ্রাফি করেন আরেক অলোকচিত্রী আর আই তুহিন বলেন, অনেক ব্যস্তার মধ্যেও পোর্ট্রেটের অনুষ্ঠানগুলোতে অংশ নেয়ার চেষ্টা করি। কেননা পোর্ট্রেটের আয়োজনে বৈচিত্র থাকে।
ক্যাম্পের পরবর্তী আসরটি হবে সিলেটে। আগামী নভেম্বরে বরিশালে পোর্ট্রেট দশম ফটোগ্রাফিক কার্নিভালে বিভিন্ন অঞ্চলের তোলা ছবি নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। পর্য্যাক্রমে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই প্রদর্শনীর আয়োজন করা হবে।
