সনাতন ধর্মের পবিত্র হোলি এবং দোল উৎসব উপলক্ষে রিলিজ হয়েছে গত ১১মার্চ মঙ্গলবার বাংলাদেশ বেতার এবং টেলিভিশন শিল্পী ‘দেবাশীষ চৌধুরী দেবা’র কথা, সুর ও কন্ঠে কৃষ্ণভজন “শ্রীমুরারী”। সঙ্গীতায়োজন করেছেন সব্যসাচী রনি এবং ভিডিওগ্রাফি করেছেন প্রফেশনাল এক্সপার্ট।
শিল্পীর ভেরিফাইড ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল ‘Deva Songster’ – এ এই গানটি রিলিজ হয়েছে। শিল্পী দেবা বলেন, চেষ্টা করেছি কথা, সুর ও মিউজিকের মধ্যে নতুনত্ব এনে ভালো একটি কৃষ্ণভজন সৃষ্টি করা। শ্রোতাদের কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভজনটি বা পুরো ভিডিওটি শোনার এবং দেখার জন্য; কারণ এই গানের শেষাংশে আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ভগবতগীতার কয়েকটি শ্লোক এবং হরিনামেরও সংযোজন তথা ম্যাশ-আপ করেছি।
পাঠক সংখ্যা : ১৭