১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দোল উৎসব উপলক্ষ্যে দেবাশীষ দেবার কৃষ্ণভজন শ্রীমুরারী রিলিজ

সনাতন ধর্মের পবিত্র হোলি এবং দোল উৎসব উপলক্ষে রিলিজ হয়েছে গত ১১মার্চ মঙ্গলবার বাংলাদেশ বেতার এবং টেলিভিশন শিল্পী ‘দেবাশীষ চৌধুরী দেবা’র কথা, সুর ও কন্ঠে কৃষ্ণভজন “শ্রীমুরারী”। সঙ্গীতায়োজন করেছেন সব্যসাচী রনি এবং ভিডিওগ্রাফি করেছেন প্রফেশনাল এক্সপার্ট।
শিল্পীর ভেরিফাইড ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল ‘Deva Songster’ – এ এই গানটি রিলিজ হয়েছে। শিল্পী দেবা বলেন, চেষ্টা করেছি কথা, সুর ও মিউজিকের মধ্যে নতুনত্ব এনে ভালো একটি কৃষ্ণভজন সৃষ্টি করা। শ্রোতাদের কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভজনটি বা পুরো ভিডিওটি শোনার এবং দেখার জন্য; কারণ এই গানের শেষাংশে আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ভগবতগীতার কয়েকটি শ্লোক এবং হরিনামেরও সংযোজন তথা ম্যাশ-আপ করেছি।

আরও পড়ুন...