বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর বিজয়নগর এর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে এম ইউসুফ তুষার এবং মহাসচিব পদে জাকিরুল মাজেদ কনক নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি মোহাম্মদ মোঃ নুরুল আলম বাদন, খন্দকার মফিজুল ইসলাম, বাদল চন্দ্র সরকার, রাহুল হক সাংগঠনিক সচিব শামছুল হক সুজা প্রদর্শনী সচিব মোঃ মাহবুবুর রহমান সুজন, আন্তর্জাতিক বিষয়ক সচিব প্রতাপশেখর মহন্ত শিক্ষাও যোগ্যতা সচিব এ টি এম মশিউর রহমান পারভেজ প্রকাশনা সচিব পবিত্র কুমার মোদক আইটি সচিব নাসির খান, প্রচার সচিব জোবায়দা নাজনীন চৌধুরী নির্বাহী সদস্য আশফাক আহাম্মেদ, আবু সাঈদ ইলিয়াস ,মহম্মদ সুলাইমান মানিক, মেহেদী হাসান।
উক্ত অভিষেকঅনুষ্ঠানে বিপিএস এর স্থায়ী পরিষদ সদস্য নাফিজ আহমেদ নাদভি, কায়সার আলম ও বিশিষ্ট আলোকচিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে অনন্যরা হলেন কামাল আহমেদ, বুলবুল আহমেদ, মোহাম্মদ আলী সেলিম, সাইদুর রহমান স্বপন, ইমতিয়াজ আলম বেগ, হাসান সাইফুদ্দিন চন্দন, আক্কাস মামুদ, শফিকুল ইসলাম স্বপন তানভীর, রোহান ডেবিট বারিকদার, সুদীপ্ত সালাম, লিটন নজরুল, রকিবুল আলম, শেখ কবির ,কে এম জাহাঙ্গীর, শামসুল আলম বাবু ,মেজবা সুমন ও মাজেদ চৌধুরী।
আমন্ত্রিত অতিথি ও উপস্থিত আলোকচিত্রীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।