সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বেইলী স্কুলের উদ্যোগে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। বেইলী স্কুল প্রাঙ্গণে চারদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় ছিলো শিক্ষার্থী অভিবাবক ও শিক্ষদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য, যন্ত্র সঙ্গীত, আবৃত্তি, আমন্ত্রিত পুতুল নাচ, নাটক ,যাত্রা পালা, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, ফ্যাশন শো, বিভিন্ন ইভেন্টে পুরুস্কার প্রদান ছিলো মূল আকর্ষণ।প্রথম দিন সকালে নবীন শিক্ষার্থীদের রাখি বন্ধন ও প্রদ্বীপ প্রজ্বলন এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া। এছাড়া মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের আলোকচিত্র,চিত্রকলা প্রদর্শনী, বই মেলা, হস্তশিল্প, পিঠা উৎসব ও আঞ্চলিক খাবারের মেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি কাশেম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ । অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশেম জামাল, ইমতিয়াজ আলম বেগ, প্রধান শিক্ষক মনজুরুল হক ,লাকি জামাল অমল আকাশ প্রমূখ। চতুর্থ ও শেষ দিনে ছিলো শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠান।
