এসো হে নবীন, শুভ কর্ম পথে ধর নির্ভয় গান সব দূর্বল সংশয় হোক অবসান চির শক্তির নির্যয় নৃত্য ঝরে লহ সে অভিষেক ললাট পরে। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল চাষাড়া বেইলি টাওয়ার নিজস্ব ভূমিতে আইডিয়াল স্কুল ২য় শাখা উদ্বোধন করা হয়। শিক্ষা অনুরাগী কাশেম জামালের সভাপতিত্বে তার বড় বোন বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য এমরাতুন নেছা ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় সঙ্গীত এর পর পর কোমর মোদি শিশুদের রাখি পড়িয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ। পুতুল নৃত্য , মিনা কার্টুন অনুকরণ, সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, আবৃত্তি এর পর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এমরাতুন নেছা নাভানা জেসমিন (কো- অডিনেটর) নাছরিন আক্তার (শিফট ইন চার্জ) আনোয়ার হোসেন (প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল) নাদিয়া ইসলাম লিজা, , লাকি জামাল (বিদ্যালয় পরিচালনা পর্ষদ), বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষানুরাগী কাশেম জামাল। উপাস্থাপনায় ছিলেন নাদিয়া ইসলাম, নাহিদা ইসলাম। সংগীত পরিচালনায় ছিলেন রুমা ধর। নৃত্য পরিচালনায় ছিলেন এ পি সাহা,এল, ই, ডি প্রোজেক্ট ও ক্যামেরা সঞ্চালনায় ইত্যাদি ফটো ম্যাক্স ওয়েডিং ইভেন্ট। সর্বশেষে সবার জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থা।
