বিশ্ব বরেণ্য আলোকিত সব ফটোগ্রাফারদের নিয়ে হয়েছে এবারের নব-নির্বাচিত বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির কমিটি ।
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির ২০২৫-২০২৭ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এম ইউসুফ তুষার ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মোঃ জাকিরুল মাজেদ কনক।
এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল আলম বাদল ও খন্দকার মফিজুল ইসলাম, যুগ্ম মহাসচিব : বাদল চন্দ্র সরকার আসহাবুল হক নানু কোষাধ্যক্ষ, মোঃ শামছুল হক সুজা সাংগঠনিক সচিব, মোঃ মাহাবুবুর রহমান সুজন, আন্তর্জাতিক বিষয়ক সচিব প্রতাপ শেখর মোহন্ত, শিক্ষা ও যোগ্যতা সচিব এ টি এম মশিউর রহমান পারভেজ, প্রকাশনা সচিব পবিত্র কুমার মোদক,নাসির খান আইটি সচিব, জুবায়দা নাজনীন চৌধুরী প্রচার সচিব, নির্বাহী সদস্য আশফাক আহমেদ (সাবেক সভাপতি), আবু সাইদ ইলিয়াস ও মোঃ সোলাইমান (মানিক) নির্বাচিত হন ।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ আমিরুল ইসলাম জুলিয়াস। সদস্য হিসেবে ছিলেন মোঃ মোবারক হোসেন ও জিয়াউল হক।
নতুন নির্বাচিত এই নির্বাহী পরিষদ ২০২৫-২০২৭ মেয়াদে তাঁদের দ্বায়িত্ব পালন করবে।