জুটে যদি মোটে কিছু পয়সা, খাদ্য কিনিও খুদারো লাগিয়া জোটে যদি কয়েকটি টাকা গাছের চারা কিনিও হে গাছ অনুরাগী। ঘরের গৃহিণী বলে মোটা অংকের টাকা হলে মাঠে গাছ লাগাও, ছাদে সবজি বাগান করো হে গাছ প্রেমী। এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য ও পরিবেশের টেকসই উন্নয়ন, ঢাকা মহানগর কৃষি সুরক্ষিত সম্প্রসারণ ২০২৪ কৃষি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৩য় নগর কৃষি মেলা রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৬ দিন ব্যাপী নগর কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল লতিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন জনাব অধ্যাপক ড. হাসনাত এম সোলায়মান, চেয়ারম্যান উদ্যানতত্ত্ব বিভাগ শেকৃবি, মাননীয় ভিসি মহোদয় মেলার উদ্বোধনী ঘোষণা করে সে তার বক্তৃতায় এমন সময় উপযোগী যথার্থ আয়োজন কে সাধুবাদ জানান। নগরের পরিবেশ,প্রান- প্রকৃতি ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় এ আয়োজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার বহিঃপ্রকাশ। এই আয়োজন টিকে শুধু কৃষির প্রাপ্তির দৃষ্টি ভঙ্গি না দেখে এর পরিবেশ গত, নাগরিকদের শারীরিক ও মানুষিক স্বাস্থ্য ও মনোজগতের নান্দনিক দিকের প্রাপ্তির আলোকে বিবেচনা করে এর অপরিসীম প্রয়োজনীয় তার কথা বিশেষ ভাবে তুলে ধরেন। ভবিষ্যতে এমন আয়োজনে সরকারের মহল থেকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন। সভাপতির বক্তব্য কৃষি ও পরিবেশের উন্নয়নে যে কোন আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বদা পাশে থাকতে চান এমনটাই বলেন অধ্যাপক ডা.আবুল হাসনাত এম সোলায়মান, চেয়ারম্যান উদ্ধানতত্ত্ব বিভাগ শেকৃবি, নগরের কৃষিকে টেকসই করতে স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ আলম নগর কৃষিকে সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতা করার আশ্বাস দেন। নগর কৃষি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান নগর কৃষক প্রকৌশলী মোহাম্মদ গোলাম হায়দার ৩য় মেলা লক্ষ্যে উদ্দেশ্যে উপস্থাপন করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৯ শে ডিসেম্বর মেলা সমাপ্ত হয়।
