২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আনন্দঘন পরিবেশে পোর্ট্রেট ৯ম ফটোগ্রাফিক কার্নিভাল অনুষ্ঠিত

মানুষের রুচি পরিবর্তনের সাথে সাথে আলোকচিত্রীদের গুরুত্ব ও বৃদ্ধি পেয়েছে বহুগুণ। যে কোন প্রকাশনা ক্ষেত্রে আলোকচিত্র ব্যবহার হচ্ছে , যেমন ক্যালেন্ডার, ম্যাগাজিন প্রচার, মেডিকেল,ও অন্যান্য ক্ষেত্রে। আলোকচিত্র চর্চার জন্য যত বেশি সংগঠন গড়ে উঠবে যতবেশি আলোকচিত্রী প্রকাশ পাবে। উক্ত চিন্তা কে সামনে রেখে তিন যুগের কাছাকাছি সময়ে দেশের সর্ব প্রথম প্রোট্রেট নামক আলোকচিত্র পত্রিকাটি প্রকাশিত হয়। পরবর্তীতে এইটি সংগঠনে পরিনত হয়।
প্রতি বছরের মতো ৯ম ফটোগ্রাফিক কার্নিভালটি পর্যটন নগরী বান্দরবানে অনুষ্ঠিত হয়। গত ৬ ও ৭ ডিসেম্বর আলোকচিত্রীরা সুন্দর একটি সময় পার করেন।
আঁকা বাঁকা পথের দু’পাশে সবুজ পাহাড়ের দেশ বান্দরবান শহরের পর্যটন মোটেলে দুই রাত অবস্থান। প্রথম দিন শীতের স্নিগ্ধতায় কুয়াশায় দুপুরে সাঙ্গু নদীতে নৌ ভ্রমণে কিন্তু শীতের আবরনে নদীতে পানি কম থাকায় মাঝে মধ্যে নৌকা আটকে যায়, তবে অনুমান করা যায় বর্ষায় এ সাঙ্গু নদীতে প্রমত্তা হয়ে যায় তাতে কোন সন্দেহ নাই। খানিকটা ওপারে দেখা যায় কিছু কিছু বোর্ডিং পাড়া। নদীতে দু’পাশে যতদূর চোখ যায় মনোমুগ্ধকর পাহাড় মাটি থেকে অনেক উঁচুতে মাচা করে, সেই মাচার ওপর তৈরি করা বাড়ি ঘর। সেই সৌন্দর্য অবলোকন করার মতো শক্তি কিংবা ধৈর্য্য কোনটাই আমাদের নেই। সন্ধ্যার পর পর বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রোট্রেট কার্নিভাল এর উদ্বোধনী পর্ব
। এতে উপস্থিত ছিলেন ৩০ জন সদস্য। উক্ত সভায় বক্তব্য রাখেন রয়টার্স সাবেক ফটোগ্রাফার এবি এম রফিকুর রহমান, নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সংবর্ধিত জনাব কাশেম জামাল, ও বিজয় বার্মা। ঢাকা প্রেসক্লাব ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও ঢাকা ফটোগ্রাফিক সোসাইটি’র সাবেক সভাপতি বুলবুল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক সত্যব্রত দাস, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ সবুজ,প্রণব রায়, আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেখ আদনান শুভ, আলোকচিত্রী মোহাম্মদ জাকির হোসেন মুন্না, আবুল বাশার, হাবিবুর রহমান শ্যামল, রাই তুহিন, হুমায়ূন কবির ও আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায ছিলেন প্রোট্রেট এর সম্পাদক রুপম চক্রবর্তী।
দ্বিতীয় দিন ভোর ডাকা সকালে ত্রিশ জন আলোকচিত্রী নিয়ে চাঁন্দের গাড়ি জিপ যোগে আঁকা বাঁকা মেঠ পথে দু’পাশে সবুজ পাহাড় অপরুপ সৌন্দর্য অবলোকন করতে করতে চলে যান নিলাচল ও চিম্বুক পাহাড়ের উদ্দেশে। ছুটে চলতে লাগলো আমাদের চাঁন্দের গাড়ি। বেশ কয়েক ঘণ্টা অতি বাহিত করে আলোকচিত্রীরা তাদের ইচ্ছা মত ছবি তোলে একটা সময় মুগ্ধতার লাগাম ধরে টান দিয়ে ফিরতে হলো মোটেলে। সন্ধ্যার পর পর পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয় ফটো আড্ডা ও গ্রুপ ফটো সেশন। সঞ্চালনায় ছিলেন রুপম চক্রবর্তী।

আরও পড়ুন...