ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। মহান বিজয় দিবস উপলক্ষে রাত বারোটার এক মিনিটে তোপধ্বনির মাধ্যমে ১৬ ডিসেম্বর উদযাপন। প্রথমে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর পক্ষ থেকে তার পর পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।কিশোর, কিশোরী , আবালবৃদ্ধবনিতা সহ বিভিন্ন ধর্মের মানুষের ঢল নামতে দেখা যায়। নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসর বিশাল পতাকা মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রদক্ষিণ করে। জিয়া হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেলা ও আলোকচিত্র প্রদর্শনী। উদিচি শিল্পী গোষ্ঠীর সৌজন্যে বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয় আবৃত্তি, নাটক গান ও নৃত্য।
পাঠক সংখ্যা : ১২৩