হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা কলাপাতা মাটির তেলের প্রদীপ, ধুপ, মোমবাতি ও ঘি সামনে রেখে দুপুর বেলা থেকেই জোট বেঁধে হাজার হাজার লোকনাথ ব্রহ্মচারী ভক্তরা মাটিতে বসে ধ্যানে মগ্ন হয় বঙ্গাব্দের কার্তিক মাসের ১৫ থেকে ৩০ এই ১৫ দিনের প্রতিটি শনিবার ও মঙ্গলবার সারাদিন উপবাস রেখে সন্ধায় এই ব্রত পালন করে ব্রতীরা। দার্শনিক সহ সন্ধ্যায় প্রদিপ প্রজ্বালনের মাধ্যমে। অনেকেই অনেকের ধারণা গোসাইর ব্রত করার যে নামই হোক না কেন বিপদ আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে লোক নাথ ব্রহ্মচারী অনুসারী ও ভক্তরা এই ব্রত পালন করে। এই উৎসব দেখতে ও ছবি তোলার লক্ষ্যে দেশ ও বিদেশ থেকে আলোকচিত্রীরা ছবি তোলতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়।
পাঠক সংখ্যা : ১১৬