২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিলা জাতীয় ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ময়মনসিংহ ও রানাসআপ চট্টগ্রাম বিভাগ

১৩তম মহিলা জাতীয় ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ও রানাসআপ হওয়ার গৌরব অর্জন করেছেন যথাক্রমে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ। সোমবার (২ সেপ্টেম্বর ) রাজশাহী শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত লীগে ময়মনসিংহ ৭ খেলায় ১২ ও চট্টগ্রাম বিভাগ ৭ খেলায় ১১ পয়েন্ট সংগ্রহ করে এই গৌরব অর্জন করে।
সোমবার (২ সেপ্টেম্বর ) প্রতিযোগীতার শেষ দিনে বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের ম্যানেজার আলী হাসান রাজু, কোচ মুমিনুল হক সহ উভয় দলের খেলোয়াড় ও কর্মকতারা।

আরও পড়ুন...