রাঙামাটির কাপ্তাইয়ে সিসিএইচপি কাজের বার্ষিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১২ টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম ও হিল ফ্লাওয়ার এর আয়োজনে শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলার কাপ্তাই, রাজস্থলী, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে সভাপতিত্বে করেন। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা অনুষ্ঠানটির সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাছির, নির্বাহী সদস্য মোঃ ইলিয়াছ, ও কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, আমি কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর কয়েকটি গ্রামে পরিদর্শন করে দেখেছি কার্য়ক্রম গুলো ভালো লেগেছে। এই ভাবে সব এনজিও এগিয়ে আসলে হতদরিদ্র পরিবার গুলো স্বাস্থ্য সেবা সহ অর্থনীতিক ভাবে উন্নয়ন সম্ভব হবে, অন্যান্য বক্তারাও বলেন, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম ও হিল ফ্লাওয়ার কার্য়ক্রমের মত সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা এগিয়ে আসবে আমরা আশা করি।
