২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার নির্বাচন

কাজী রবিউল হোসেন সভাপতি ও টিসু পালিত সাধারণ সম্পাদক নির্বাচিত

অতিথিদের সাথে কমিটির নব নির্বাচিত সদস্যরা

গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারন সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হল কাজী রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন টিসু পালিতকে । দুই বছর মেয়াদী এই কার্য্যকরী কমিটির অন্যন্যা সদস্যরা হলেন সাদাত আনোয়ার ও রায়হান কাদের (যুগ্ম সম্পাদক),রেজাউল করিম রেজা(সাংগঠনিক সম্পাদক),জাবেদ কায়সার (অর্থ সম্পাদক),মুক্তার হোসেন(সহ-অর্থ সম্পাদক),মোহাম্মদ ইউচুপ(প্রচার সম্পাদক),মো.আনোয়ার(সহ-প্রচার সম্পাদক),সনজিব পাল কার্ত্তিক(দপ্তর সম্পাদক),সুমন দাশ(তথ্য,প্রযুক্তি ও সাংস্কৃতিক সম্পাদক),তিন জন নির্বাহী সদস্য হলেন ইলিয়াছ ইলু,আবুল কাশেম,সোহাগ পারভেজ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের,পোর্ট্রেট নিউজ ২৪ এর সম্পাদক রূপম চক্রবর্তী ও যন্ত্র শিল্পী সংস্থার সভাপতি মনোজ সরকার।
কাজী রবিউল হোসেন এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সদস্যরা মতামত ব্যক্ত করেন।

আরও পড়ুন...