২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অনন্ত-রাধিকার বিয়েতে বিরল মুহূর্ত! একই গানে পা মেলালেন সলমন-ক্যাটরিনা-রণবীর

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরে বসেছিল তারকাদের মেলা। জিয়ো ওয়ার্ল্ড কনভেশন সেন্টার নাচ-গানে মাতিয়ে রেখেছিলেন তারকারা। কখনও এপি ধিলোঁর গানে, কখনও আবার রেমার গান ‘কাম ডাউন’-এ পা মেলালেন তারকারা।

পুরনো মান-অভিমান সমস্ত ভুলে এ দিন অনন্ত-রাধিকার বিয়েতে সকলে একসঙ্গে নাচলেন। কে কার প্রাক্তন, সে সব ভুলেই সকলে মিলে নাচলেন বলি তারকারা। বি-টাউনে ক্যাটরিনা কইফ, সলমন খান ও রণবীর কপূরের সমীকরণ কারও অজানা নয়। মিকা সিং-এর গানে প্রায় একসঙ্গেই পা মেলালেন রণবীর ও ক্যাটরিনা। খানিক দূরত্বেই সেই একই গানে নাচলেন বলিউডের ভাইজান সলমন।

ক্যাটরিনার আশপাশেই ছিলেন তাঁর স্বামী ও অভিনেতা ভিকি কৌশল। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকেরা বলছেন, পুরনো মান-অভিমানের পালাও শেষ হল অনন্ত-রাধিকার বিয়েতে। সূত্র- আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন...