২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐকতান পরিবাবারের সমাজিক উদ্যোগের অংশ

ঐকতান পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

দক্ষিণ-মধ্যম হালিশহরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করছেন বিশিষ্ট ব্যক্তিরা।

গতকাল দক্ষিণ- মধ্যম হালিশহরস্থ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঐকতান পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের প্রধান সহায়ক লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হীরালাল বণিক,মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুল ইসলাম,বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা মো. সালাউদ্দিন বাবর,বিশিষ্ট সমাজসেবক মো. মোরশেদ আলম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশাদ আলী আকবর,স্বেচ্ছা রক্তদাতা ফোরাম প্রধান আশীষ কান্তি মুহুরী,সাংবাদিক রূপম চক্রবর্তী,চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য মিথূন দত্ত,সুমন কান্তি দে বাবু,যিশু দে,নয়ন দে,জিদান দে,তুষার দাশ.উৎস সরকার,হৃদয় বড়–য়া,শশী দে প্রমূখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের বিকল্প নাই। দেশের প্রতিজন ব্যক্তির উচিত নূন্যতম একটি করে গাছ লাগানো। জায়গা না থাকলে নিজের ছাদে কিংবা আঙ্গিনায় গাছ লাগান।
অনুষ্ঠানে এলাকার শতাধিক ব্যাক্তির নিকট গাছ বিতরণ করা হয়। ঐকতান পরিবার তৃতীয় বারের মত এই বৃক্ষরোপণ এর আয়োজন করে।

আরও পড়ুন...