প্রেস ক্লাব সদস্যদের চিকিৎসায় স্থায়ী ফান্ড করার ঘোষণা সুফী মিজানুর রহমানের
চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের চিকিৎসা সহায়তায় স্থায়ী ফান্ড গঠন করার ঘোষণা দিয়েছেন পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফী মুহাম্মদ মিজানুর রহমান। একইসঙ্গে প্রতিবছর ক্লাবের একজন সদস্যকে পিএইচপি ফ্যামিলির সৌজন্যে পবিত্র হজ্বব্রত পালনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
৬ জুলাই শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা জানান।
পিএইচপি চেয়ারম্যান আরো বলেন, পিএইচপি ফ্যামিলির সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্পর্ক বহুদিনের পুরনো। এ সম্পর্ক আগামীতেও অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের জন্য শুদ্ধাচারে উদ্বুদ্ধকরণ কর্মশালা আয়োজনের প্রস্তাব দেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক অতিথিকে স্বাগত জানান। এ সময় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সিনিয়র জার্নালিস্ট ফোরামের আহবায়ক মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মো. মহিউদ্দিন, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া, এটিএন বাংলার ক্যামেরাপার্সন মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।