২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পোর্ট্রেট এর ৩৫ বছর

লিজার একক সংগীতানুষ্ঠান আগামীকাল

পোর্ট্রেটের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল ৫ জুলাই সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে রিফাত চৌধুরী লিজার একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে থাকবেন বিশিষ্ট কন্ঠশিল্পী রবি চৌধুরী। এছাড়া অন্যন্যা অতিথি হিসাবে থাকবেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন,  ইস্পাহানী টী লিমিটেড এর মহা ব্যবস্থাপক ওমর হান্নান,এনএইচটি হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সুকান্ত ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে যন্ত্র সংগীতে থাকবেন পিসফুল মিউজিশিয়ানএর সদস্যরা। অসীম চন্দ্র বাপ্পী (কীবোর্ড),রতন মজুমদার (পারকিউশান ),শাহাজাহান চৌধুরী (লীড গিটার),রাজীব নন্দী (তবলা),কমল চক্রবর্তী (লীড গিটার),প্রানেশ ভট্টচার্য্য (বাশীঁ),শব্দ নিয়ন্ত্রণে থাকবেন রুবেল বড়ুয়া।

অনুষ্ঠানে রিজা ২০ টির অধিক বাংলা ও হিন্দী গান পরিবেশন করবেন।

আরও পড়ুন...