১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পোর্ট সিটি সিনিয়র ক্লাবের উদ্যোগে বাবর আলীর সংবর্ধনা ১ জুলাই

চট্টগ্রাম টিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে ১ জুলাই বিকেল সাড়ে ৪ টায় পোর্ট সিটি সিটেজেন ক্লাবের উদ্যোগে এভারেস্ট ও লোৎসে বিজয়ী চট্টগ্রামের সন্তান বাবর আলীকে সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
অতিথি হিসাবে থাকবেন পোর্ট সিটি সিনিয়র ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান চৌধুরী,চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুর রহমান সুমন,সিজেকেএস এর নির্বাহী সদস্য ও পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানসীর,সাবেক ফুটবলার কামরুল আলম শামীম,কাউন্সিল আতাউল্লাহ চৌধুরী,আবদুস সালাম মাসুম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ ও পোর্ট সিটি সিনিয়র ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কেশব ঘোষ।

আরও পড়ুন...