২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের ছুটিতে তিন পাহাড়ে পর্যটকদের ভীড়

রাঙ্গামাটির একটি পর্যটন স্পটে পর্যটকের একটি দল

ঈদের আগে এবং পরে সাপ্তাহিক ছুটি থাকায় লম্বা ছুটি উপভোগ করছেন জনগণ। ছুটির এই দিনগুলো ভাল ভাবেই উপভোগ করছেন তিন পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন স্পট। রাঙ্গামাটি,বান্দরবান,খাগড়াছড়িতে পর্যটকদের প্রচন্ড ভীড় দেখা গেছে। বিশেষ করে বেশ কয়েক দিন তীব্র গরমের পর বৃষ্টি হওয়ারিএকটু স্বস্থিতে পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন। তবে সব চেয়ে বেশী পর্যটক গেছেন সাজেক পর্যটন স্পটে। খাবার হোটেলগুলোতে দেশীয় খাবারের পাশাপাশি পাহাড়ীদের ঐতিহ্যবাহী খাবারের আয়োজনও আছে। সাধারনত বর্ষায় পাহাড় নিজ রূপে সেজে উঠে। ছুটি থাকার কারণে পাহাড়ের বর্ষাকে মন মাতিয়ে উপভোগ করছেন।

আরও পড়ুন...