আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। এরি মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও বাংলাদেশ।
এখন চলছে স্বাগতিক ইউএসএ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ ।
২০ জুন বৃহস্পতিবার ভোর ৬ .৩০ মিনিটে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং রাত ৮.৩০ মিনিটে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।
২১ জুন শুক্রবার বাংলাদেশ ভোর ৬.৩০ মিনিটে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একই দিন অপর ম্যাচে রাত ৮.৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকা – ইংল্যান্ডের মোকাবেলা করবে।
সুপার এইট পর্বে বাংলাদেশের অপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুন শনিবার রাত ৮.৩০ মিনিটে ভারত ও ২৫ জুন মঙ্গলবার ভোর ৬.৩০ মিনিটে আফগানিস্তানের সাথে।
পাঠক সংখ্যা : ১৬০