২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন গান নিয়ে আসলেন ক্যাকটাস ব্যান্ডের লিড ভোকাল রাজেশ রনি

ঈদকে সামনে রেখে নতুন গান নিয়ে এলেন দেশের জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের প্রতিষ্ঠাতা সদস্য ও লিড ভোকালিস্ট রাজেশ রনি। গানের শিরোনাম ‘আমাকে’। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়ক নিজেই। গানটির মিউজিক প্রোগ্রামিং করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক শুভদীপ সরকার। কলকাতায় তার নিজের স্টুডিওতে গানটির অডিও প্রোডাকশন সম্পন্ন হয়েছে।
গানটির মডেল হয়েছেন কলকাতার ঋষিতা সাহা। কলকাতার জি বাংলা সারেগামাপা এর জনপ্রিয় এই কণ্ঠশিল্পীকে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে। এই প্রসঙ্গে রাজেশ রনি বলেন, ঋষিতা একজন অসাধারণ শিল্পী, তার গায়কি চমৎকার। তার সাথে আমি একটি দ্বৈত গানের কাজ করেছি, যেটা খুব শীঘ্রই মুক্তি পাবে। এই গানটিতেও সে আমাকে সার্বিক সহযোগিতা করেছে। তারই অংশ হিসেবে সে এই ভিডিওতে অংশগ্রহণ করেছে আমার অনুরোধে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার সানি কর্মকার। ভারতের বিভিন্ন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে।গানটির সাউন্ড মিক্স এবং মাস্টারিং করেছেন কলকাতার আরেকজন জনপ্রিয় সংগীত পরিচালক শুভম মৈত্র।

নতুন গান নিয়ে রাজেশ রনি বলেন, এই প্রথম ব্যান্ডের বাইরে নিজের কোন মৌলিক গান করলাম যেটা আমার অন্যান্য গানের ধরনের থেকে একেবারে ভিন্ন ‘সব ধরনের শ্রোতাদের কথা চিন্তা করেই একটা শ্রুতিমধুর গান করেছি। কথা, সুর ও গায়কীতে নতুনত্ব আছে। আশা করছি, ‘আমাকে’ গানটি সকল শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
গানের ক্ষেত্রে কাউকে অনুসরণ করেন কিনা এমন প্রশ্নে রাজেশ রনি বলেন আমার গানের শুরুটাই হয়েছে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি মিউজিসিয়ান আইয়ুব বাচ্চু ভাইয়ের গান শুনে। গান বানানোর ক্ষেত্রে আমি উনাকেই অনুসরণ করি। কারণ উনি ছিলেন সংগীতের এক বিশাল মহাসাগর। উনাকে বুকে ধারণ করে গান-বাজনা করার চেষ্টা করি। আর গায়কের দিক থেকে আমি ভারতের প্রয়াত কিংবদন্তি শিল্পী কেকের অনেক বড় ভক্ত।

গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গায়কের সহধর্মিনী নিপা চৌধুরী।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ইউটিউব চ্যানেলে শনিবার (০৮ জুন) ‘আমাকে’ গান-ভিডিও মুক্তি পেয়েছে।

আরও পড়ুন...