২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐকতান পরিবারের উদ্যোগে ১৬৩ তম রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত

৩৮ নং ওয়ার্ড দক্ষিণ-মধ্যম হালিশহর, ১নং সাইট হিন্দুপাড়াস্থ সৃজনশীল সংগঠন “ঐকতান পরিবারের” উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ১৬৩ তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়। সকাল ১০.০০ টায় রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের উপর চিত্রাংকন প্রতিযোগিতা হয়। সন্ধ্যা ৬.৩০ টা হতে মঙ্গল-প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ২য় পর্বের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান সহায়ক লিটন সরকারের সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হীরালান বণিক, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী কেশব জিপসী, বিশিষ্ট চিত্রশিল্পী মতিলাল দে, সামাজিক ব্যক্তিত্ব অশোক কুমার চৌধুরী,  “স্বেচ্ছা” রক্তদাতা ফোরামের প্রধান আশীষ কান্তি মুহুরী, বিশিষ্ট তথ্যচিত্র গ্রাহক সুব্রত দে, আরো বক্তব্য রাখেন “মুক্তি” পরিচালক টুটুল দাশ ও সুমন কান্তি দে। বক্তাগণ বিশ্বকবির বিভিন্ন দর্শন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
একে একে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন কেশপ জিপসী, শুব্রজিৎ চক্রবর্তী, তুষার দাশ, পিয়াস দে, বৈশাখী দে, পুষ্পিতা দে, মোঃ আরশাদ, সৌরভ দে প্রমুখ। হাওয়াইন গীটারে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বেতার শিল্পী প্রবাল নাথ ও যুবরাজ দাশ। আবৃত্তি পরিবেশন করেন “প্রমা”র আবৃতি শিল্পী পার্থ প্রতীম মহাজন, ঐকতান আবৃতি গোষ্ঠীর শশী ও দীপা। মঞ্চে সরাসরি ছবি আঁকেন উদীয়মান চিত্রশিল্পী নোবেল বৈদ্য। সবশেষে রবীন্দ্রনাথের গানের উপর ষড়ঋতু নিয়ে নৃত্য পরিবেশন করেন চট্টগ্রামের সুপরিচিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান “নৃত্যনন্দন” এর প্রধান সুদীপ্ত দত্ত ও তার দল। চমৎকার শৈল্পিক ভাবনায় ফুটিয়ে তোলা হয় পুরো আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ফারুক, শশী ও দীপা। সবশেষে চিত্রাংকব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন...