চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা হ্যান্ডবল কমিটির নব নিযুক্ত চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য জনাব হাসান মুরাদ বিপ্লব এবং সিজেকেএস হ্যান্ডবল কমিটির নব নিযুক্ত সম্পাদক কল্লোল দাশ এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রামে সাবেক ও বর্তমান হ্যান্ডবল খেলোয়াড়বৃন্দ। এই সময় হ্যান্ডবল খেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা এবং আগামীতে চট্টগ্রামের হ্যান্ডবল নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন। সিজেকেএস কর্মকর্তাবৃন্দ একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনার আলোকে সকলকে সাথে নিয়ে হ্যান্ডবলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও সিজেকেএস হ্যান্ডবল কমিটির সদস্য মোঃ হায়দার আলী, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও সিজেকেএস হ্যান্ডবল কমিটির সদস্য জাবেদা বেগম মিতুল, সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় ও সিজেকেএস হ্যান্ডবল কমিটির সদস্য রনি দত্ত, চট্টগ্রাম জেলা হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও সাবেক খেলোয়াড় সোহেল আহমেদ, সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় এনামুল হাসান, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় মোঃ আবু কায়সার, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় এস এম আশিকুল ইসলাম, আজিজুল হাকিম মুন্না, সানি দত্ত, মোঃ জাহাঙ্গীর আলম, জয় সেন, জেলা দলের খেলোয়াড় হিমু রায়, মোঃ জনি, আরাফাত রহমান, ফারদিন ইসলাম সহ জেলা হ্যান্ডবল দল ও যুব হ্যান্ডবল দলের খেলোয়াড়বৃন্দ।
