বিপুল ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে কাপ-পিরিচ প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএসএম সহিদ উল্লাহ মজুমদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৯ ভোট।
বুধবার (৫ জুন) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিবি জুলেখা শিল্পী। এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এনামুল হক মজুমদার। রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাশ।
নির্বাচন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ১ জন ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে ৫৯ হাজার ৪৮৪ জন ভোট দিয়েছেন। মোট বৈধ ভোটের সংখ্যা ৫৮ হাজার ২৫৯। বাতিল করা হয়েছে ১ হাজার ২২৫ভোট। নির্বাচনে মোট ভোটারের ৩৫ দশমিক ২০ শতাংশ ভোট দিয়েছেন।