২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মিজানুর রহমান মজুমদার ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার

বিপুল ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে কাপ-পিরিচ প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএসএম সহিদ উল্লাহ মজুমদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৯ ভোট।

বুধবার (৫ জুন) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিবি জুলেখা শিল্পী। এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এনামুল হক মজুমদার। রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাশ।

নির্বাচন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ১ জন ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে ৫৯ হাজার ৪৮৪ জন ভোট দিয়েছেন। মোট বৈধ ভোটের সংখ্যা ৫৮ হাজার ২৫৯। বাতিল করা হয়েছে ১ হাজার ২২৫ভোট। নির্বাচনে মোট ভোটারের ৩৫ দশমিক ২০ শতাংশ ভোট দিয়েছেন।

আরও পড়ুন...