সিজেকেএস প্রথম বিভাগ দাবা লিগ ২০২৪ আসরের তৃতীয় রাউন্ড শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল এককভাবে শীর্ষে অবস্থান করছে। গতকাল তৃতীয় রাউন্ডে তারা টাউন ক্লাবের বিরুদ্ধে জিতে টানা তৃতীয় জয় পায়। এর আগে ২য় রাউন্ডে মুক্তিযোদ্ধা ৪-০ তে রাইজিং স্টারকে, ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব ৪-০তে হালিশহর লাকী ক্লাবকে, ডবলমুড়িং ৪-০তে ফ্রেন্ডস ক্লাবকে, টাউন ক্লাব ৩-১ পয়েন্টে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে। দিনের অন্যান্য খেলায় এম এইচ স্পোর্টিং ক্লাব ৩-১ এ মাদারবাড়ি উদয়নকে, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ৩-১ এ ক্যাথলিক ক্লাবকে, আগ্রাবাদ নওজোয়ান ৩-১ এ কল্লোল সংঘকে, শতাব্দী গোষ্ঠী ২.৫-১.৫ এ ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাবকে, বাংলাদেশ রেলওয়ে এস এ ৩-১ এ কল্লোল গ্রিন কে, চিটাগাং ক্লাব ৩-১ এ রাফা ক্রিকেট ক্লাবকে, চট্টগ্রাম আবাহনী লি. ৩-১ এ কোয়ালিটি ব্লুজকে, পরাজিত করে।
