১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগ

হ্যাটট্রিক শিরোপা আবাহনীর

চ্যাম্পিয়ন দল চট্টগ্রাম আবাহনীর সাথে অতিথিবৃন্দ

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথমবারের মত হ্যাটট্রিক শিরোপার অর্জন করেছে আবাহনী। বৃহস্পতিবার (২৩ মে) শেষ ম্যাচে বন্দর ক্রীড়া সংস্থাকে ২৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। যদিও আগেই নিশ্চিত ছিল তাদের শিরোপা। আগে ব্যাট করে ৩২২ রানের পাহাড় গড়ে আবাহনী। জবাবে মাত্র ৫০ রানে অলআউট জয বন্দর ক্রীড়া সংস্থা। যেটি এবারের লিগে কোন দলের সর্বনিম্ন স্কোর। অন্যদিকে সব সবচেয়ে বড় ব্যবধানে জিতল চ্যাম্পিয়ন আবাহনী।

৩২৩ রানের পাহাড়সম লক্ষ্যটি চোখে পড়ার পর থেকে মনে হয় বুক কাঁপতে শুরু করে বন্দরের খেলোয়াড়দের। তা না হলে শিরোপার দৌড়ে থাকা দলটির এমন হবে কেন। তাড়া করতে নেমে দুই ওপেনার ফিরে যায় ডাক মেরে। তিন ও চার নাম্বারে নামা মেহেদী হাসান(১৩) এবং ইকবাল বাহারের (১৬) ব্যাটিং দেখে কিছুটা আশান্বিত হলেও তাদের বেশিক্ষণ ক্রিজে থাকতে দেয়নি আবাহনীর বোলাররা। তারা ফেরার বাকিরা শুরু আসা যাওয়ায় ব্যস্ত ছিল। কারো রানের চাকা দুই অংক স্পর্শ করতে পারেনি। ১৬.২ ওভারে অল আউট হয় বন্দর ক্রীড়া সংস্থা। আবাহনীর হয়ে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন শোয়েব। অন্যদের মধ্যে ওবায়দুল্লাহ ৩টি, ২টি মোসদ্দেক সৈকত।

এর আগে সকালে গ্রীষ্মের তাপদাহের মধ্যে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে আবাহনীর ব্যাট হাতে ঝড় তুলতে থাকে। বিশেষ করে দলটির হয়ে খেলতে আসা ঢাকার ক্রিকেটার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত প্রতিপক্ষের বোলারদের পাত্তাই দেয়নি। তার ঝড়ো ব্যাটিংয়ে ৩২২ রানের সংগ্রহ দাঁড় করায় আবাহনী। সৈকত মাত্র ৫২ বলে ১১ চার এবং ৭ ছক্কায় করেন ১০১ রান। অন্যদের মধ্যে ওপেনার তাজুল ৪৭, মোমিনুল হক ৩৪, আজাদ ২০, হান্নান ৩৫ বলে ৪৫ এবং মহিউদ্দিনের ২১ রান করেন। বন্দরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তন্ময় এবং ফখরুল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র, বিসিবির পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী।

পুরস্কার হাতে (মোটরসাইকেল) আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের মিনহাজ উদ্দিন

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি, সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মোহা. শাহজাহান, মোহাম্মদ দিদারুল আলম, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আকতারুজ্জামান, মোহাম্মদ রাশেদুর রহমান মিলন, নাসির মিঞা, মো. এনামুল হক, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাবেক নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক মো: শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, আব্দুল্লাহ আল মামুন, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, জসিমুল হুদা, সোহেল আহমেদ, এস এম ইকবাল মোরশেদ, আসাদুজ্জামান খান, ব্যারিষ্টার শাহবাজ মুনতাসির, আদিল কবির চৌধুরী, মো: মোশাররফ হোসেন লিটন, ফারুখ জামান, সামিউল হাসান রুমন, ওয়াসিম কামাল রাজা, আবুল হাসেম রাজা, সাইফুল আলম বাবু, মোমিনুল হক, শৈবাল দাশ সুমন, সাহেলা আবেদীন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শহিদুর রহমান, ফজলে বারি খান রুবেল, সাবেক কাউন্সিলর ও বিসিবি সিকিউরিটি কমিটির সদস্য আবদুর রশিদ লোকমান, স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এবারের লিগে বেস্ট পারফর্মারের পুরস্কার হিসেবে একটি ১২৫সিসি মোটরসাইকেল পেয়েছেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের মিনহাজ উদ্দিন। স্পন্সর করেছেন রয়েল হাট রেস্টুরেন্টের সৌজন্যে এ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন...