২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

 মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ৩য় বিভাগ ফুটবল কমিটি গঠিত

  • আসন্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ৩য় বিভাগ ফুটবল  লিগে অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)  ফুটবল  কমিটি গঠনকল্পে এক সভা রবিবার  (১৯ মে) ক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আইস ফ্যাক্টরি রোড্স্হ কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন ৩য় বিভাগ ফুটবল  লিগ পরিচালনার জন্য  এন স্পোর্টস এর ব্যবস্হাপনা পরিচালক , সাংবাদিক তাজুল ইসলামকে চেয়ারম্যান , প্রবাসী ব্যবসায়ী মো. আব্বাস হোসেনকে সম্পাদক এবং নারী উদ্যোক্তা পাপিয়া দত্তকে ট্রেজারার করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, মেহেদী হাসান, মো. কামরুল হুদা পাভেল ও তাবসসুম হুমায়রা।

আরও পড়ুন...