আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে চলমান ইসতাফ সেপাক টাকরো ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় দিনে বাংলাদেশ দল এক খেলায় জয়, এক খেলায় হেরেছে।
রবিবার (১৯ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের এ খেলা অনুষ্ঠিত হয়।
সকালে ডাবল ইভেন্টে চাইনিজ তাইফির সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে আশা জাগিয়ে শেষ পর্যন্ত ২-০ সেটে হেরেছে বাংলাদেশ। প্রথম সেটে ১৫-১২ পয়েন্টে , দ্বিতীয় সেটে ১৫-১১ পয়েন্টে হেরেছে।
দিনের অপর খেলায় বাংলাদেশ রেগু ইভেন্টে ২-১ সেটে সৌদি আরবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করেছে। সোমবার (২০ মে) ডাবল ইভেন্টে বাংলাদেশ নেপাল এবং রেগু ইভেন্টে শ্রীলঙ্কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
চিফ অফ দ্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মোহাম্মদ তানসীর বাংলাদেশ দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পাঠক সংখ্যা : ১০১