আসন্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহনকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দাবা কমিটি গঠনকল্পে এক সভা ১৭ মে ক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আইস ফ্যাক্টরি রোড্স্হ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দাবা লিগ পরিচালনার জন্য সাংবাদিক রূপম চক্রবর্তীকে চেয়ারম্যান ,ব্যবসায়ী মোহাম্মদ আনিস উল্লাকে সম্পাদক এবং নারী উদ্দোক্তা মেহনাজ বিলকিস কে ট্রেজারার করে সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দাবা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মিজানুর রহমান সজিব,মো: সাজ্জাদ হোসেন,সুমন গুহ,মো: সোহাগ অলি।
পাঠক সংখ্যা : ১৯১