চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরুতে তিন ম্যাচে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে গিয়েছিল পাইরেটস অব চিটাগাং। এ নিজেদের গুছিয়ে নিয়ে সাত জয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে পাইরেটস অব চিটাগাং। সর্বশেষ বুধবার (১৫ মে) ১৪২ রানের বিশাল ব্যবধানে সিটি কর্পোরেশন একাদশকে উড়িয়ে পয়েন্ট তালিকার এ স্থানে উঠে আসে দলটি।
বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ২৫৩ রান তোলে পাইরেটস। দলের পক্ষে সাদ্দাম ৩৫, রুবেল ৩০, ওমর হাসান ৩৭, শুভাগত হোম ২৮ এবং মো. রুবেল করেন ২৭ রান। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ৩টি উইকেট নেন সোহেল। অন্যদের মধ্যে একটি করে উইকেট নেন আরেফিন, নাঈম, সাজ্জাদ এবং রায়িদ।
জবাবে ১১১ রানে অলআউট হয় পাইরেটস। দলের হয়ে পাভেল ১২, আবির ১২, মিথুন ৩০, নাঈম ২৩ এবং আরিফ রেজা ৩২ রান করেন। পাইরটেস অব চিটাগাং এর পক্ষে ২টি উইকেট নিয়েছেন শুভাগত হোম। সাজিদ আবদুল্লাহ, বেলাল, শাহাদাত এবং মহিউল একটি করে উইকেট নিয়েছেন।