বাংলাশে সেপাক টাকরো দলের স্পন্সর ও চিফ দ্য মিশন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ মো. তানসীর বলেছেন, দক্ষিণ এশিয়ান সেপাক টাকরো প্রতিযোগিতায় ভালো করেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। এবার সেই ধারা অব্যাহত রেখে শক্তিশালী দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই ট্রফি জয়ের প্রত্যাশা করছি।
মঙ্গলবার ( ১৪ মে) এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংস ক্রীড়া চক্রের মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ আশা ব্যক্ত করেন।
বাংলাশে সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ মো. তানসীর বলেন, ২০১০ সালে সেপাক টাকরো খেলার সূচনা হওয়ার পর দক্ষিণ এশিয়ান প্রতিযোগিতায় বিভিন্ন দফায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে রানার্সআপ ও প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।
তিনি বলেন, ২০১১ সালেও মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায় বাংলাদেশ। তবে এবারের দলের ভিসা পাওয়ার ব্যাপারে সহযোগিতা ও মালয়েশিয়ায় বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের উদ্যোগ নিয়েছে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি পরিবার। এমন উদ্যোগে পিএইচপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং আগামীতে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল ও সদস্য সরওয়ার আলম মনি।
প্রসঙ্গত, আগামী ১৭ থেকে ২৪ মে পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ সেপাক টাকরো প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দল ১৬ মে ঢাকা ছাড়বে।