১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে, কাজের গতি বাড়ায়’

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ বলেছেন, খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে, কাজের গতি বাড়ায়। মানুষকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে।

সোমবার (১৩ মে) সন্ধ্যায় নগরের আগ্রাবাদ এক্সেস রোডের বেপারিপাড়ায় এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স এন্ড জুস বার’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, খেলাধুলা মানুষকে সুস্থ রাখে, যদিও বর্তমানে আমরা একটু জায়গা পেলেই সেখানে কেবল দালান বানানোর চেষ্টা করি। খেলাধুলার জন্য কোন মাঠ রাখছি না। সেখানে এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স একটি যুগান্তকারী কাজ করেছে। আমি তাদের সাধুবাদ জানাই।

প্রতিষ্ঠানটি উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, প্যাসিফিক জিন্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, প্যাসিফিক নিটেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তাহমিদ, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শেখ জাহেদ হোসেন, সিজেকেএস নির্বাহী সদস্য এনামুল হক, দৈনিক আজাদীর স্পোর্টস রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের স্পোর্টস রিপোর্টার জাকির হোসেন লুলু, সাবেক বাক্সেটবল খেলোয়াড় প্রসেঞ্জিত দত্ত রাজু, জাতীয় তায়কোয়ান্ডো খেলোয়াড় আবদুল্লাহ আল নোমান, সাবেক কৃতি ফুটবলার শাহজাহান সামি। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের স্টেডিয়াম প্রতিনিধি মো. সরওয়ার আলম চৌধুরী মনি।

প্রতিষ্ঠানটি উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন, ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডে ১৬ একর জায়গার উপর নিজস্ব অর্থায়নে আগামী ২০৩১ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করা হবে। যেখানে থাকবে সবগুলো ইভেন্টের খেলা এবং প্রশিক্ষণের ব্যবস্থা। সে সাথে বিশ্বের সবগুলো বড় বড় স্পোর্টস ব্রান্ডের শোরুম থাকবে। যেটি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে মাইলফলক হয়ে থাকবে ।

স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে ক্রীড়া সংগঠকদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ।

আরও পড়ুন...