কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলার ৬৯ তম আসর আগামী ১০ ও ১১ মে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ মে) বলীখেলা উদযাপন কমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ‘বলী খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদ’র সম্পাদক হেলাল উদ্দিন কবির।
বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দীন। এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলা উদযাপন পরিষদের সম্পাদক হেলাল উদ্দিন কবির জানান, এবারের বলী খেলা দেশের নামকরা বলীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বলীখেলার প্রথম মেডেলের চ্যাম্পিয়ন পাবে ২৫ হাজার টাকা, রানার আপ ১৫ হাজার টাকা। ২য় মেডেল চ্যাম্পিয়ন ১২ হাজার টাকা, রানার আপ ৮ হাজার টাকা এবং ৩য় মেডেল চ্যাম্পিয়ন ১০ হাজার টাকা ও রানার আপ পাবে ৭ হাজার টাকা।
তিনি জানান, ইতোমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ১০ মে বলীখেলা ও বৈশাখী মেলার উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। ১১ মে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
কক্সবাজারের ইতিহাস ঐতিহ্যের অনন্য অংশ ডিসি সাহেবের বলী খেলার গোড়াপত্তন হয় ১৯৫৬ সালে তৎকালীন মহকুমা প্রশাসক মো. জাকারিয়ার হাত ধরে। তিনি স্থানীয় যুবকদেরকে ক্রীড়ার প্রতি উৎসাহিত করতে এ আসরের প্রবর্তন করেন। তখন আসরটি ‘এসডিও সাহেবের বলী খেলা’ নামে পরিচিত ছিল। ১৯৮৪ সালে কক্সবাজার মহকুমা থেকে জেলায় উন্নীত হলে আসরটি ‘ডিসি সাহেবের বলী খেলা’ নামে পরিচিত হয়ে ওঠে।