২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের শিরোপার পথে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারও শিরোপার পথে ফিরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রবিবার (৫ মে) নবম রাউন্ডের খেলায় চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতিকে ৩৩ রানে হারায় তারা।

নগরের এম এ আজিজ স্টেডিয়ামে বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। ফলে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩৬ ওভারে। সেখানে টস জিতে আগে ব্যাট করে আট উইকেটে ২০২ রান তোলে মুক্তিযোদ্ধা। জবাবে ১৬৯ রানে থামে বন্দর ক্রীড়া সমিতির ইনিংস।

এ জয়ের ফলে ৯ খেলায় ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। হাতে আছে আরও দুই ম্যাচ। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে হেড টু হেড এ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জয় পাওয়ায় টেবিলের দ্বিতীয় স্থানে ব্রাদার্স ইউনিয়ন। বন্দর ক্রীড়া সমিতির সংগ্রহ ১৮ পয়েন্ট। অন্যদিকে ৯ খেলায় আট জয়ে ২৪ পয়েন্ট এককভাবে শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড।

২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণভাবে এগিয়ে যায় বন্দর। তবে ২৯.৩ ওভারে দলীয় ১৫৪ রানে ৫ম উইকেটের পতন ঘটলে তাদের আর দাঁড়াতে দেয়নি মুক্তিযোদ্ধার বোলাররা। শেষমেষ ৩২.৫ ওভারে ১৬৯ রানের বেশি করতে পারেনি দলটি। দলের হয়ে সর্ব্বোচ ৬১ রান আসে সাব্বির হোসাইন ব্যাট থেকে। অন্যদের মধ্যে সজিব মিয়া ৩৭, ইকবাল বাহার ২৬ ও জিহাদ উজ জামান ২৫ রান করেন।

মুক্তিযোদ্ধার হয়ে মুরসালিন মুরাদ ৩টি এবং রতন দাশ ও সাহিদুল ইসলাম ২টি করে উইকেট নেন।

এর আগে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৬ ওভারে ৮ উইকেটে ২০২ রান সংগ্রহ করে মুক্তিযোদ্ধা। ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে ৪৭ রান জমা করার পর ১ম উইকেট হারানো মুক্তিযোদ্ধা ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে খাদে পড়ে। সেখান থেকে রতন দাসের অপরাজিত ৪০ বলে ৫৮ রানের ঝড়ো ব্যাটিং এবং জাওয়াদ মাহামুদের ৫৩ বলে ৫৫ রানের উপর ভর করে ২০২ রানের ফাইটিং স্কোর গড়ে দলটি।

বন্দরের হয়ে ইফাদ বিন ইদ্রিস জয় ৩টি, সাজিদুল আলম রিফাত ও মেহেদী হাসান ২টি উইকেট শিকার করেন।

 

 

আরও পড়ুন...