কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) ৪০ মিয়ানমার নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।
শুক্রবার (৩ মে) দিবাগত রাতে ও শনিবার (৪ মে) সকালে তারা প্রবেশ করেন। পরে তাদের নিরস্ত্র করে হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে ১৫ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২৫ জন প্রবেশ করে।
গত ২৫ এপ্রিল মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে, প্রথম ধাপে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) কর্নেল মিও থুরা নউংয়ের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ৩৩০ জনকে মিয়ানমারে ফেরত নিয়ে যান।
পাঠক সংখ্যা : ৬৯