২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাউদার্ন ইউনিভার্সিটিতে ফ্রেশারস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউদার্ন ইউনিভার্সিটিতে ফ্রেশারস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আইন বিভাগ। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আইন বিভাগ ৫ উইকেটে ইংরেজি বিভাগকে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর পরিচালক প্রফেসর আশুতোষ নাথ এর সভাপতিত্বে ও ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার নূর আহমেদ, আইন বিভাগের হেড মোহাম্মদ ইয়াসিন ও ইংরেজি বিভাগের হেড আরমান হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক জমির উদ্দিন প্রমুখ।

প্রথম বারের মত আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্ররা অংশগ্রহণ করেন।

 

আরও পড়ুন...