২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আধুনিক রূপে সেজেছে এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের খেলার মাঠ। চট্টগ্রাম নগরের বেপারিপাড়া এলাকায় দ্রুত শুরু হওয়া এই মাঠের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১১ মে বিকেল ৫ টায় স্পোর্টস কমপ্লেক্সটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সোমবার (২৯ এপ্রিল) বিকালে এ উপলক্ষ্যে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হিসাব প্রধান মেহেদী হাসান, প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক জুনায়েদ রহমান তানিন ও সোহেল মাওলা প্রমুখ।

এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, রাতের বেলায় আলোর ঝলকানিতে মোড়ানো থাকবে পুরো মাঠ। এছাড়াও  এতে রয়েছে আধুনিক জুসবার।

তারা আরও জানান, কমপ্লেক্সে ফুটবল, ক্রিকেট,ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ক্যারমসহ বিভিন্ন খেলার গ্রাউন্ড ও রুম রয়েছে এবং ইতোমধ্যে বিভিন্ন খেলার জন্য বুকিং শুরু হয়েছে।

 

আরও পড়ুন...