২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হালদা নদীতে ভাসছিল যুবকের নিথর দেহ

চট্টগ্রামের হালদা নদীর রাউজান অংশে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ২০ এপ্রিল) বিকালে নদীর নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন খোন্দকার পাড়া পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০ টাকায় লুঙ্গি ও শার্ট পরিহিত উপুড় অবস্থায় ৪০-৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই যুবককে হালদা নদীর জোয়ারের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহের শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। ‘ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইকরণের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে এবং একই সঙ্গে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হবে -যোগ করেন তিনি।

আরও পড়ুন...