দেশ-জাতি ও নগরবাসীর সমৃদ্ধি, অগ্রগতি ও শান্তি কামনা করে রাজশাহীতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে ৯ টা পর্যন্ত ভিন্ন ভিন্ন সময় নগরীর শতাধিক ঈদগাহে ও মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় রাজশাহী মহানগরীর হযরত শাহ মখদুম রূপোষ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মোহাম্মদ ওমর ফারুক। প্রায় ২০ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এ ময়দানে মুসল্লিদের উপস্থিতিতে ছিল কানায় কানায় ঠাসা।
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা প্রশাসক শামীম আহমেদ, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ট মিজানুর রহমান মিনু ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক কাতারে নামাজ আদায় করেন।
এর আগে সকাল ৭টা থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জামাতের উদ্দেশ্যে আসতে থাকেন। ৮টা বাজতেই কাঁধে কাঁধ মিলিয়ে সারি সারি কাতারে দাঁড়িয়ে পড়েন তারা।
ঈদের নামাজের বয়ানে ঈদ-উল-ফিতরের শিক্ষার মধ্যদিয়ে দেশ ও জাতির উন্নয়নে নিজেদের অভ্যাসের পরিবর্তনের কথা উঠে আসে। দুই রাকাত নামাজ ও খুতবা শেষে বিশ্ব মুসলিম উম্মা,দেশ জাতি ও নগরবাসীর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
পরে মুসল্লীরা কোলাকুলি করে নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করেন।
এ সময় রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সকলের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়ে এই শিক্ষাকে বছরব্যাপী ধারণের জন্য আহব্বান জানান।