২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারবাড়ি শোভনীয়ার আন্তঃক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী সংগঠন মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের আন্তঃক্রীড়া প্রতিযোগিতার কেরাম, দাবা, লুডুর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) রাতে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান নগরের আইস ফ্যাক্টরি রোডস্থ ক্লাব কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সৈয়দ তানসীর তাইমুর মোরশেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, সিজেকেএস কাউন্সিলর হারুনুর রশিদ, সালাউদ্দিন জাহেদ, সোহেল আহমেদ, মহসিন সাজু, মহসিন আলী বাদশা, আমির হোসেন মানিক, মারুফুল ইসলাম মারুফ, রফিকুল ইসলাম মিঠু, কামরুল পারভেজ জসি, রাসেল রাজু, আব্দুল হামিদ নয়ন, ইসমাইল রাহাত, সাইফুর রহমান রানা, আব্দুল হামিদ জানি, শহিদুল আলম শহীদ মান্না, আলামিন প্রমুখ।

আরও পড়ুন...