এক ম্যাচ পরই দলে ফিরে চেন্নাইকে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সোমবার (৮ এপ্রিল) তার স্লোয়ার ও কাটারে ডেথ ওভারে কুপোকাত হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন মুস্তাফিজরা। চার ওভারে ২২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।
এমন তাক লাগানো বোলিং পারফরম্যান্সের পর সতীর্থ রবীন্দ্র জাদেজার উচ্ছ্বসিত প্রশংসা পেলেন মুস্তাফিজ। যদিও ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট পান জাদেজাও।
ম্যাচ শেষে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথমে আছেন এই পেসার। এতে সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি পার্পল ক্যাপ দখলে নিয়েছেন তিনি। ইনিংস বিরতিতে টাইগার পেসারকে পার্পল ক্যাপ তুলে দেন জাদেজা।
তিনি বলেন, মুস্তাফিজ এই উইকেটে ভীষণ কার্যকর। ও খুবই ভালো কিছু স্লোয়ার ডেলিভারি করেছে। ও আজ অসাধারণ ছিল বলে আমি মনে করি।