চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানাধিন পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমরা ক’জনা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রাণের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। ১৯৮৭ সালে রাজীব চৌধুরী ,প্রদীপ দাশ বলাই,স্বপন দাশ ,মান্না চৌধুরী , রূপম বনিক , শ্যামল দাশ গুপ্ত প্রমুখের হাত ধরে আমরা ক’জনা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ছোট আকারে বান্ডেল রোডের অর্ণদা ভবনে শুরু হওয়া কালি পূজা আজ বৃহত্তর পরিবেশে চলছে ১৭ তম দুর্গা পূজা। সারাদেশের অন্যান্য মন্দির মণ্ডপের ন্যায় এখানেও এবার উৎসবমুখর পরিবেশের মধ্যে ঠাকুর দর্শন ও পূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোকনাথ পঞ্জিকা অনুযায়ী গত ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী শেষে শুক্রবার ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। এর আগে ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এরপর বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়।
এবারের পূজা নিয়ে আমরা ক’জনা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎদত্ত রাজু বলেন, আমরা সকলেই ইতোমধ্যে উৎসবের আমেজে পূজা শুরু করেছি। এ উৎসব বাংলার প্রতিটি মানুষের সাথে ভাগাভাগি করতে চাই। শুভ শক্তির সাধনায় জাগরিত মহাশক্তির পুত: প্রতীক শারদ নন্দিনীর আগমনে পূর্ণরূপে দ্যোহীত হয়ে উঠে সম্প্রীতির আনন্দ গান।তিনি আরো বলেন আমরা দেশের সার্বিক কল্যাণের জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করছি।
সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী বলেন, ১৯৮৭ সালে আমরা কালি পূজা দিয়ে শুরু করলেও ২০০৮ সাল হতে দুর্গা পূজা আয়োজন করে আসছি।প্রশাসন আমাদের সহায়তা করছে, আনসার , পুলিশ এবং আমাদের ৫০ জন স্বেচ্ছাসেবক সদস্যরা দিন রাত পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।তিনি আরো বলেন, পাথরঘাটা এলাকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের মধ্যে একটা চমৎকার ভ্রাতৃত্ব রয়েছে।
এবার আমরা ক’জনা পূজা উদযাপন পরিষদে আরো যারা দায়িত্ব পালন করছেন সহ সভাপতি প্রকাশ লাল জৈন, নিউটন দেওয়ানজী, সনজীব ভৌমিক , প্রবীর সরকার , সহ সাধারণ সম্পাদক প্রদীপ দাশ বলাই, কৌশিকময় চৌধুরী , রূপন বণিক , রনি চৌধুরী , রুবেল দেব হিমেল ,অর্থ সম্পাদক মুন্না দাশ ,সাংগঠনিক সম্পাদক অলক বণিক সহ সন্মানিত প্রধান উপদেষ্টা , উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মন্ডলী,বিভিন্ন দপ্তরের সম্পাদক ,সহ সম্পাদক ও সদস্যবৃন্দ।