১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

টেস্টে নতুন এক ইতিহাস রচনা করল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাস রচনা করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মুলতানে জয়ের কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছিল। এবারে আর খালি হাতে ফিরেনি বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে টাইগারদের জয় ১০ উইকেটের। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর পাকিস্তানের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে প্রথম জয়। পাকিস্তানের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে আগের ২০ ম্যাচের সবকটিতে হেরেছিল। ২১ তম ম্যাচে এসে ইতিহাস গড়ল বাংলাদেশ। মুশফিকুর রহিমের বীরোচিত ব্যাটিং আর সাকিবের ঘুর্নি জাদু মিলিয়ে অসাধারণ এক জয় তুলে নিল বাংলাদেশ।

পুরো ম্যাচে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলেছে। ম্যাচের শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ৩০ রানের। জাকির এবং সাদমান মিলে সহজে সহজ সে লক্ষ্য অতিক্রম করে ঐতিহাসিক জয়ের আনন্দে মাতে। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল।

জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৫৬৫ রান। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে গেলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাড়ায় মাত্র ৩০ রানের। আর সে লক্ষ্য তাড়া করে বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ।সূত্র-দৈনিক আজাদী

আরও পড়ুন...