সদ্য সমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের মত পূর্ব ঘোষণা দিয়ে সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগ ২০২৪ আসরেও শক্তিশালী দল গঠন করেছে প্রিমিয়ারের অন্যতম দল মুক্তিযোদ্বা সংসদ ক্রীড়া চক্র। গতকাল দলবদল কার্যক্রমের দ্বিতীয় দিনে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্বা সংসদ ক্রীড়া চক্র একাধিক তারকা খেলোয়াড় দলে অন্তর্ভূক্ত করেছে।
এদিন সন্ধ্যায় তাদের পক্ষে উৎসবমুখর পরিবেশে দলীয় কর্মকর্তা ও সমর্থকদের নিয়ে তারা এ কার্যক্রমে অংশ নেন। কিষোয়াণ স্পোর্টিং ক্লাবের জাহেদুল আলম, চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির সাজু আহমেদ ও শফিকুল ইসলাম, কোয়ালিটি স্পোর্টিং ক্লাবের মোশাররফ হোসেন শান্ত ও নাজিম উদ্দীন মিন্টু কোয়ালিটি, মোহামেডান ব্লুজের রাজিব, ওমর ফারুক ও আবু বক্কর, বর্তমান চ্যাম্পিয়ন মাদারবাড়ী উদয়ন সংঘের গোলরক্ষক সাকের উল্লাহ শামীম, চসিক একাদশের মেজবাউদ্দিন, ব্রাদার্সের আলাউদ্দিন ও রাইজিং স্টার ক্লাবের ইমন মুক্তিযোদ্বা ক্রীড়া চক্রতে যোগ দেন।
এছাড়া পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার জাকারিয়া চসিক একাদশ এবং কোয়ালিটি ক্লাবের শাকিল আলী, মোহামেডান ব্লুজের তপু তরফদার ও রবিউল আলম, পটিয়া উপজেলার মুসা, কাস্টমস ক্লাবের সাইফুল ও রফিকুল, শতদল ক্লাবের হাফিজ, ইমন মুহাম্মদ মইন ও তারেক, কিষোয়াণ ক্লাবের আফজাল, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের মোজাম্মেল, বন্দরের আবির ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষে ছাড়পত্র জমা দেন।
দলবদল কার্যক্রমের সময় মুক্তিযোদ্বা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম কর্মকর্তা মসিউর রহমান চৌধুরী, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মো. মনির উদ্দিন, মাহফুর রহমান, আহমেদ রাসেল, প্রসেনজিৎ দত্ত রাজু, এহসানুল হক চৌধুরী ইমাদ, হাসিবুল সোহাদ চৌধুরী, সৌমেন দত্ত রনি, সাহেদ মুরাদ সাকু, মোরশেদুল আলম চৌধুরী, মীর আহমেদ, মো. নাজিম উদ্দীন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সুমন গুহ, মশিউর রহমান, আশিকুন নবী চৌধুরী, জুনায়েদ রহমান তানিন ও মেহেদি হাসান উপস্থিত ছিলেন।