১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পোর্ট্রেট এর ৩৫ বছর

মাইজভান্ডারি গান এর মধ্য দিয়ে পোর্ট্রেটের বর্ষপূতি উদযাপন শুরু

পোর্ট্রেটের ৩৫ পূর্তি উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানসীর। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরিফ উল হাসান চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক , সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সহ সভাপতি মনজুর কাদের মনজু,সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, মুক্তযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কর্মকর্তা সরওয়ার মনি,প্রবীণ অালোকচিত্রী মওদুদুল অালম,অান্তর্জাতিক খ্যাতনামা অালোকচিত্রী শোয়েব ফারুকী,সিজেকেএস কাউন্সিলর প্রসনজিৎ দত্ত রাজু,চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংস্থার সভাপতি অালাউদ্দিন তাহের,আওয়ামী লীগ নেতা হাসান ফয়সল,   চলচিত্র নির্মাতা নুরুল ইসলাম নূরু, কোরিওগ্রাফার সাইফ আজাদ,পোশাক ডিজাইনার সালেহ রবি জনসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেটের সম্পাদক রূপম চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ তানসীর বলেন,পোর্ট্রেট ধারাবাহিক ভাবে ৩৫ বছর সাংস্কৃতিক বিভিন্ন শাখায় কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। jতিনি বলেন,আগামী নভেম্বর থেকে ভিন্ন আঙ্গিকে পোর্ট্রেট ম্যাগাজিনটি নিয়মিত ভাবে প্রকাশিত হবে। তিনি পোট্রেটের সাফল্য কামনা করেন।
কেক কেটে অতিথিরা বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে একক মাইজভান্ডারি গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সাজ্জাদ হোসেন আরমান।

আরও পড়ুন...