১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকরা রাষ্ট ও সমাজকে সঠিক খাতে প্রবাহিত করে

চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদশে আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলনে, সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদকিদরে রয়েছে বিশেষ ভূমকিা। তারা সমাজরে অগ্রসর অংশ। রাষ্ট্র ও সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে ভূমকিা রাখে। সমাজের অনুন্মোচতি বিষয়গুলো উন্মোচতি করে। সমাজ, রাষ্ট্র–সমাজপতি যেদিকে তাকান সবদিকে তাদরে দৃষ্টি আবদ্ধ করনে। এমন অনকেগুলো বিষয় আছে যেগেুলো রাষ্ট্র দেখে না। রাষ্ট্র পরচিালনার সাথে যারা যুক্ত, তারাও দেখে না। কিংবা সমাজ যারা চালায়, তারাও দেখে না, দেখার প্রয়োজনও মনে করে না। এমন অনকে বিষয় সাংবাদকিরা উন্মোচিত করে।
বৃহস্পতবিার (৬ জুন) রাতে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২ বছর পূর্তি উৎসব এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংর্বধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলনে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমকি।
সভাপতির বক্তব্যে সালাহ্উদ্দনি মো. রেজা বলেন, উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো অনুষ্ঠতি হচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বাষির্কী এবং সাবকে সভাপতি ও সাধারণ সম্পাদকদের সন্মাননা প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে সবাইকে প্রাণঢালা শুভচ্ছো।
স্বাগত বক্তব্যে দেবদুলাল ভৌমিক বলেন, প্রতিষ্ঠা বার্ষি কী এ আয়োজন সবার মধ্যে আরো বিশাল উৎসাহ–উদ্দীপনা সৃষ্টি করছে।
সন্মাননা প্রাপ্ত সভাপতিরা  হলেন- মতিউর রহমান (সিএসপি), কাজী জালালউদ্দনি আহমদ (সিএসপি) এম. নুরুল ইসলাম, বিএ. আজাদ ইসলামাবাদী, এম. এ. মালেক, আব্দুল্লাহ আল ছগীর, আতাউল হাকিম, এম. ওবায়দুল হক, মুহাম্মদ ইদ্রিস, আবু সুফিয়ান, আখতার উন নবী, আলহাজ্ব আলী আব্বাস, কলিম সরওয়ার।
সন্মাননা প্রাপ্ত সাধারণ সম্পাদকরা হলেন- এম. আই. করিম, অধ্যাপক মোহাম্মদ খালেদ, সৈয়দ শফিউদ্দনি আহমেদ, বিএ আজাদ ইসলামাবাদী, নূর সাঈদ চৌধুরী, ওসমান গণি মনসুর, নিজাম উদ্দিন আহমদ, আবু সুফিয়ান, হেলাল উদ্দিন চৌধুরী, ফারুক ইকবাল, কলিম সরওয়ার, এজাজ ইউসুফী, রাশেদ রউফ, মহসিন চৌধুরী, শুকলাল দাশ, ফরিদ উদ্দিন চৌধুরী।
সন্মাননা প্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দিয়ে সন্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারএর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, সিডিএ  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ইউনুছ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, লায়ন আলহাজ্ব রফিক আহমদ, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, মজারুল হক শাহ চৌধুরী, রাউজান উপজেলাচেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, বিজিএম প্রথম সহ সভাপতি নজরুল ইসলাম, হাজী সাহাব উদ্দনি।

 

 

আরও পড়ুন...