১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমেনা খাতুন স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটসাল টুর্নামেন্ট শুরু শনিবার

চট্টগ্রাম নগরে ১ম বারের মত শুরু হচ্ছে ২ দিন ব্যাপী আমেনা খাতুন স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটসাল টুর্নামেন্ট। শনিবার (১ জুন) প্রয়াত নগরীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় নগরীর বেপারীপাড়া এনএইচটি ম্পোর্টস কমপ্লেক্সে অনষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। প্রথম বারের মত আয়োজিত এই টুর্নামেন্টে দেশের মোট ১১টি মহিলা দল অংশগ্রহণ করছেন। শুক্রবার বিকালে এনএইচটি ম্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধনপূর্ব জার্সি ও ট্রফি উম্মোচন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে অবগত করেন মো. সরোয়ার আলম মনি।

সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনএইচটি ম্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মোহাম্মদ তানসীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমেনা খাতুন স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটসাল টুর্নামেন্টের পরিচালনা কমিটির চেয়ারম্যান মেহনাজ বিলকিস হুমাইয়া ও সমন্বয়কারী শাহেদা সুলতানা।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শনিবার দুপুর আড়াইটায় টুর্নামেন্টের উদ্বোধন এবং পরদিন রবিবার (২ জুন) রাত ১০ টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এনএইচটি ম্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মোহাম্মদ তানসীর ও আমেনা খাতুন স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটসাল টুর্নামেন্টের পরিচালনা কমিটির চেয়ারম্যান মেহনাজ বিলকিস হুমাইয়াসহ এনএইচটি পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, দেশের বিভিন্ন জেলার মোট ১১টি দল এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আয়োজকদের পক্ষ থেকে নগরের বাইরের অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় ও কর্মকতাদের আবাসনসহ সকল ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টকে সুন্দর ও সফল করতে নগরের সর্বস্তরের ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা কামনা করা হয়।

সাংবাদিক সম্মেলন শেষে জার্সি ও ট্রফি উম্মোচন করা হয় এবং সকল দলের খেলায়াড়দের হাতে দলীয় জার্সি তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলো হল— পটিয়া মহিলা একাডেমী, হালিমা একাডেমী, শাইনিং স্পোর্টস একাডেমী, ঢাকা সাইনার্স একাডেমী, খিলগাঁও কিশোর একাডেমী, মাদারবাড়ী শোভনীয়া ক্লাব, বান্দরবান শাইনিং ম্পোর্টিস একাডেমী, কিশোরগঞ্জ শাইনিং একাডেমী, বরি মুক্তিযোদ্ধা ডা: আবু তাহের একাডেমী ও নাসরিন স্পোর্টস একাডেমী।

উল্লেখ্য, যে মহিয়সী নারীর স্মরণে চট্টগ্রামে ১ম বারের আমেনা খাতুন স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে তিনি হলেন দেশের স্বনামধন্য ব্যবসায়ী প্রয়াত আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন ও প্রয়াত সংসদ সদস্য আবুল কাসেম মাস্টারের মা।

আরও পড়ুন...