১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিজেকেএস প্রথম বিভাগ দাবা লিগ

এক রাউন্ড হাতে রেখেই চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা লাল

খেলোয়াড়দের সাথে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তানসীর, সরোয়ার আলম মনি, দাবা কমিটির চেয়ারম্যান সাংবাদিক রুপম চক্রবর্তী, কোচ আবদুল মালেক বাপ্পিসহ অন্যরা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) দাবা কমিটির ব্যবস্থাপনায় ১ম বিভাগ দাবা লিগে এক রাউন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল।

২৯ মে (বুধবার) লিগের সপ্তম রাউন্ড শেষে তারা ৭ ম্যাচে সর্ব্বোচ ৭ জয় নিয়ে ১৪ পয়েন্ট অর্জন করে এই গৌরব করে দলটি।

সপ্তম রাউন্ড শেষে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ৭ ম্যাচে ৪ জয় ২ পরাজয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২য় স্থানে এবং মাদারবাড়ী উদয়ন সংঘ ৭ ম্যাচে ৪ জয় ১ পরাজয় ও ২ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে রয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সমাপনী দিনে লিগের  শেষ  রাউন্ডের (৮ রাউন্ড) খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনাল শেষে সন্ধ্যা ৭ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শহিদউল্ল্যা।

 

আরও পড়ুন...